৯৯৯ এ বাবার ফোন : স্বামীর বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২ এপ্রিল।। মেয়েকে স্বামী নির্যাতন করছে এমন খবর পেয়ে তার পিতা জাফর মুসুল্লী ৯৯৯ নম্বরে ফেন করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গৃহবধূ এক কন্যা সন্তানের জননী রাবেয়া আক্তার নামের (২০) উদ্ধার করে। এ ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে। পরে গৃহবধুকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে এড়াতে বাড়িতে বসে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন ওই হাসপাতালের চিকিৎসক।

গৃহবধুর বাবা জাফর মুসুল্লী জানান, প্রায় পাঁচ বছর আগে তার মেয়ে বারেয়ার সঙ্গে বিয়ে হয় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের খালেক আকনের ছেলে সাইফুল ইসলাম সুপন সাথে। বিয়ের পর কিছুদিন ভালই চলছিল তাদের সংসার। এর পর যৌতুক দাবি তার মেয়ে উপর শুরু হয় নির্যাতন। সর্বশেষ শুক্রবার রাবেয়ার উপর চালানো হয় নির্যাতন। এমকি তাকে ঘরের দোতালায় আটকে রাখে। প্রতিবেশির সহযোগিতায় রবিবার দুপুরে গৃহবধু রাবেয়া তার বাবাকে জানায়।

অসহায় বাবা জাফর মুসুল্লী কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে কলাপাড়া থানা পুলিশের সহযোগিতায় তার মেয়েকে উদ্ধার করে। গৃহবধুৃ রাবেয়া জানান, বিয়ের পর বেশ ভালই কাটছিল তাদের সংসার। বেশ কিছুদিন পরই যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন। নিজের কন্যা সন্তানের কথা ভেবে অনেক নির্যাতন মুখ বুঝে সহ্য করতে হয়েছে। কোন উপায় না পেয়ে দুই দিন ঘরে আটকা থাকার পর অন্যের সহযোগিতায় বাবাকে জানানো হলে তার বাবা পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে করে বলে ওই গৃহবধুৃ সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে গৃহবধুৃ স্বামী সাইফুল ইসলাম সুপন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। কলাপাড়া ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারা ৯৯৯ এ ফোন করে অভিযোগ করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই গৃহবধুকে উদ্ধার করে তার বাবার মাধ্যমে কুয়াকাটা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আপনার মতামত লিখুন :