বেনাপোল চেকপোস্টের ১৮১ কুলি শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০

মোঃ রাসেল ইসলাম: মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন কর্মহীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে বেনাপোল চেকপোস্ট কুলি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেখ আফিল উদ্দিন এমপির ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন। রবিবার(১২ ই এপ্রিল) সকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল এর ভিতর থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল কুলি শ্রমিকদের মাঝে ১০ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ঘেনা, আওয়ামী লীগ নেতা মোঃ হামিদ।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল, এমপির ব্যক্তিগত সহকারী যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজনে শার্শা উপজেলা আওয়ামীলীগ।

 

আপনার মতামত লিখুন :