কালবৈশাখীর আগমনের বার্তা দিচ্ছে: রাজধানীতে হঠাৎ ঝড়
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০
মৌসুমের আগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কালবৈশাখীর আগমনের বার্তা দিচ্ছে। রাজধানীতে হঠাৎ ঝড় শুরু হয়েছে। তীব্র গতিতে বইছে বাতাস। সেইসঙ্গে হালকা বৃষ্টি অব্যাহত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঝড় শুরু হয়।
আবহাওয়া অফিস জানায়, শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো/দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বইতে পারে। আর দমকার সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলেমিটার অথবা তারও বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে।