বগুড়ার সোনাতলা হতদরিদ্রদের ৫০ বস্তা চালসহ গ্রেপ্তার কৃষক লীগ নেতা
প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০
বগুড়ার সোনাতলা উপজেলায় হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ও ভিজিডির চাল কালোবাজারে কেনার অভিযোগে কৃষক লীগ নেতা মিঠু মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সোনাতলা থানা পুলিশ ওই নেতাকে গ্রেপ্তার করে। মিঠু মণ্ডল সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি।
থানা পুলিশ জানায়, সোনাতলার মধুপুর ইউনিয়নের তেকানী চুকাইনগর বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে গতকাল খোলাবাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এবং ভিজিডির চাল বিতরণ করা হয়। মিঠু মণ্ডল ওই এলাকার ডিলার ঈশ্বর চন্দ্র ও সাবু মিয়ার সঙ্গে যোগসাজশ করে ৫০ বস্তা চাল কিনে নেন। সন্ধ্যার পর সেই চাল পাচারের সময় জনগণ তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে মিঠু মণ্ডলকে গ্রেপ্তার এবং ৫০ বস্তা চাল জব্দ করে।
সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, কালো বাজারে সরকারি চাল কেনার অভিযোগে মিঠু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বেশ কয়েকজন ভিজিডি সুবিধাভোগীর কার্ডও উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে রাতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।