গরুতে বাগান নস্ট করার প্রতিবাদে প্রতিপক্ষের হামলায় আহত ৫
প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গরুতে বাগানের গাছ নস্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় একই বাড়ির পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত আলেকচাঁন, ইসমাইল, বায়জিৎ, সোহাগ মল্লিক ও হাসানকে ওই রাতে স্থানীয়রার উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিবেশি আনসার মুন্সির গরু ফোরকান মল্লিকে বাগানে ঢুকে গাছপালা নস্ট করে ফেলে। এঘটনায় প্রতিবাদ করলে উভয় পক্ষ বাকবিতন্ডায় জরিয়ে পরে। এক পর্যায় আনসার মুন্সি, ওবায়েদুল মুন্সি নেতৃত্বে ১০/১২ জন আহতদের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এঘটনায় ওবায়েদুল মুন্সি জানান, হাসপাতালে যারা রয়েছে তারাই আমাদের উপর হামলা করেছে। তবে আপনি ঘটনাস্থলে এসে দেখুন। বিষয়টি কি ? কলাপাড়া থানার ওসি খন্দকার মো.মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যপারে কোন আভিযোগ পাইনি। আভিযোগ পেলে আইনানুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।