নিউইয়র্কে করোনায় আক্রান্ত বাংলাদেশি কৃষিবিদের মৃত্যু

প্রকাশিত : ৯ এপ্রিল ২০২০

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কৃষিবিদ শাহানা আহমেদ তালুকদার আঁখি মারা গেছেন। নিউইয়র্ক সময় বুধবার ভোর ৩টায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শাহানা আহমেদ তালুকদার আঁখি করোনায় আক্রান্ত হয়ে লং আইল্যান্ডের একটি হাসপাতালে ৪-৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত ২৩ দিনে ৯৩ জন বাংলাদেশি মারা গেলেন। অত্যন্ত হাসি খুশি শাহানা আহমেদ তালুকদার আঁখি নিউইয়র্কের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। তার বাড়ি নেত্রকোনায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার স্বামীও একই বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন।

বছর দুয়েক আগে পারিবারিক অভিবাসন সূত্রে স্বামীকে নিয়ে নিউইয়র্কে পাড়ি জমান আঁখি। শাহানা আহমেদ তালুকদার আঁখির আত্মার মাগফেরাত কামনায় তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৯৫ জন করোনায় মারা গেছে। আর আক্রান্ত হয়েছে চার লাখ ৩১ হাজার ৮৩৮ জন।

 

আপনার মতামত লিখুন :