ব্রিটেনে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৯৩৮ জন প্রথম বারের মতো মৃত্যু ৯০০ ছাড়িয়ে

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২০

ইয়াসমিন আক্তার, লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৯৩৮ বেড়ে ৭০৯৭ এ দাঁড়িয়েছে । ৮ এপ্রিল সন্ধ্যা ৫ টা অবধি ব্রিটেনে যারা হাসপাতালে ভর্তি ছিলেন করোন ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মধ্যে সর্ব মোট-৭০৯৭ মারা গেছেন। আগের আগের দিনের মৃত্যু সংখ্যা যা ছিল -৬,১৫৯,এক দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৩৮ এ এসে প্রথম বারের মতো সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ইংল্যান্ডে আজকের মৃত্যু বরণ কারিদের বয়স ২২ থেকে ১০৩ বছর এর মধ্যে ছিল। মৃত ৪৬ জনের পূর্বে কোন স্বাস্থ্যগত সমস্যা ছিলো না। এনএইচএস ইংল্যান্ড প্রকাশিত এই পরিসংখ্যান কোভিড -১৯-এর আক্রান্ত হাসপাতালের রোগীদের সদ্য-নিশ্চিত মৃত্যুর গণনা, মঙ্গলবার সন্ধ্যা ৫ টা পর্যন্ত এ তথ্য প্রকাশিত হয়েছে।

সর্বোপরি এ পর্যন্ত ২৩২,৭০৮ জনকে পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ৬০,৭৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

https://www.facebook.com/Yeasmin.Photographer/videos/3437462882936250/

 

আপনার মতামত লিখুন :