করোনা: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় ৭৮৬ জনের মৃত্যু মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫৯ জন
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
ইয়াসমিন আক্তার, লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় মঙ্গলবার পর্যন্ত আরো ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের প্রায় দ্বিগুন। গত কাল ৪৩৯ জনের মৃত্যু খবর জানিয়েছিলো এনএইচএস। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২২৭ জনে।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে এর মধ্যে শুধু লন্ডনে ২২৪ জন, ১৪২ জন মিডল্যান্ডে, ১০১জন ইস্ট অফ ইংল্যান্ডে মৃত্যু বরণ করেছেন।এছাড়া স্কটল্যালেন্ড আরও ৭৪জন, ওয়েলসে ১৯জন, নর্থান আয়ারল্যান্ডে ৩জন মৃত্যুবরণ করেছেন।
স্বাস্থ্য ও সমাজসেবা অধিদফতর জানিয়েছেন যে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,২৪২ জনে।