১০ টাকা কেজি চাল! নিরাপদ দুরত্ব মানছে না মানুষ
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
কুয়াকাটা নিউজ, নারায়ণগঞ্জ: সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাল কিনতে এসে অনেকে মানছে না নিরাপদ দুরত্ব। ৬ ফুট দুরত্ব থাকার নির্দেশ থাকলে মানছে না ১ফুট দুরত্ব। শিবু মার্কেট এলাকায় এমনি পরিস্থিতি সৃষ্টি হয়। রৌদ্রে গায়ের সাথে গায় লেগে লেগে দাঁড়িয়ে আছে চাল কিনতে আসা কয়েকশো মানুষ। মঙ্গলবার (৭এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারের নির্দেশ অনুযায়ী ১০টাকা কেজি চাল কিনতে এসে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় ফতুল্লার শিবু মার্কেট।
করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার সারাদেশে সাধারণ ছুটি ও অঘোষিত লকডাউন করার পর মানুষের অভাবের কথা চিন্তা করে সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাল বিক্রি করার নির্দেশ দেয়। গত রবিবার থেকে এই চাল বিক্রি শুরু হয়। সপ্তাহে রবিবার,মঙ্গলবার ও বৃহস্পতিবার চাল বিক্রি করা হবে দেশের সিটি কর্পোরেশন সহ বেশ কিছু এলাকায়। এক পরিবার থেকে একজন সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবে।