ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ১ হাজার প্যকেট খাদ্যসামগ্রী হস্তান্তর

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে জাহেদী ফাউন্ডেশন ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নি¤œ আয়ের মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু জাহেদী ফাউন্ডেশন খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া ব্যাপক ভাবে শুরু করেছেন।

ধরাবাহিক ভাবে ফের করোনার কারণে কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর কাছে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে জাহেদী ফাউন্ডেশন। ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে ৫’শ প্যাকেট ও পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে ৫’শ প্যাকেট খাবার হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ৫’শ গ্রাম হুইল পাউডার ও ১ টি ডেটল সাবান।

এসময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল, কার্যনির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু।

 

আপনার মতামত লিখুন :