বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদ গ্রেফতার
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে (অব.) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালত তাকে কারাগারে পাঠান। এর আগে বেলা সোয়া ১২টার দিকে আব্দুল মাজেদকে জুলফিকার হায়াতের আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মঙ্গলবার ভোরে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে আব্দুল মাজেদকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল। গণমাধ্যমে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কবে কিভাবে দেশে এসেছে এই খুনি সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে আব্দুল মাজেদ অন্যতম।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে খুন হন। বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ছয় আসামির একজন ছিলেন আব্দুল মাজেদ। এখন বঙ্গবন্ধুর পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে আছেন। এর মধ্যে রাশেদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। এছাড়া শরিফুল হক ডালিম, কর্নেল রশীদ, মুসলেহউদ্দীন রিসালদার পালাতক রয়েছেন।
।