ব্রিটেনে করোনায় আক্রান্ত আরও ৪৩৯ জনের মৃত্য মোট সংখ্যা ৫৩৭৩ জন

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০

ইয়াসমিন আক্তার, লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে আনুপাতিক হারে কমেছে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা,করোনা ভাইরাস সংক্রমণের পরে সোমবার আরও ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭৩ জনে।মোট আক্রান্তের সংখ্যা ৫১,৬০৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর সিংহভাগই ছিল ইংল্যান্ডে।মারা যাওয়া রোগীদের বয়স ৩৫ থেকে ১০৬ এর মধ্যে ছিল।

এদিকে শুধু ইংল্যান্ডেই করোনা ভাইরাস সংক্রমণের পরে আরও ৪০৩ জন হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃতের সংখ্যা-৪৮৯৭ জন ।ওয়েলসে ২৭ জন,নর্থ আয়ারল্যান্ড ৭০ সামগ্রিক সংখ্যা ১৯৩ এবং স্কটল্যান্ডে আরও ২ জনের মৃত্যু সহ মোট সংখ্যা- ২২২ জন।

আর গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯জন,শুক্রবার ৬৮৪ জন,শনিবার ৭০৮জন, রবিবার ৬২১ আজ সোমবার ৪৩৯ জনের জনের মৃত্যুর খবর জানা যায়। যুক্তরাজ্য বিশেষজ্ঞদের মতে-আরো ২ সপ্তাহ ব্যাপি এ খারাপ অবস্থা বিরাজ করতে পারে অতঃপর সংক্রমণের হার নিম্নগামী রূপে আসবে বলে আশা করা যাচ্ছে।

https://www.facebook.com/Yeasmin.Photographer/videos/3432725343410004/

আপনার মতামত লিখুন :