হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০

ইয়াসমিন আক্তার, লন্ডন প্রতিনিধি: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার রাতে করোন ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন ভর্তির পর লন্ডনের একটি হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তিনি। করোনার উপসর্গ নিয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পরও উনার শরীরে করোনা শনাক্ত হয়।ডাউনিং স্ট্রিটের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সূত্র বলছে, রুটিন টেস্টের জন্য বরিস জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুইটারে একটি পোস্টে জনসন বলেন-যে তিনি তাঁর দলের সাথে যোগাযোগ রাখছেন এবং তার যত্ন নেওয়ার জন্য ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। বরিস জনসনকে লন্ডনের এনএইচএস হসপিটালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার জন্য যতদিন প্রয়োজন ততদিন তিনি হাসপাতালেই থাকবেন।তিনি ভাল আছেন এবং তিনি সরকারের দায়িত্বেই রয়েছেন,হাসপাতালে থাকাকালীন নিয়মিত আপডেট জানানো হবে।

এবং যত তাড়াতাড়ি সম্ভব ১০ নম্বরে ফিরে আসার প্রত্যাশা করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে জনসনকে “একজন শক্তিশালী ব্যক্তি” হিসাবে অভিহিত করে সমবেদনা ও তার প্রতি শুভকামনা প্রকাশ করেন। সূত্র ডাউনিং স্ট্রিট।

https://www.facebook.com/Yeasmin.Photographer/videos/3432312013451337/

আপনার মতামত লিখুন :