করোনাভাইরাসে আক্রান্ত দুদক পরিচালকের মৃত্যু
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের মৃত্যু হয়েছে। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দুদকের এক কর্মকর্তা। তিনি জানান, মৃতের স্ত্রী ও সন্তানদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া যারা তার সাথে কাজ করেছেন কিংবা তার সংসপর্শে এসেছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এর আগে ৩০ মার্চ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তিনি নিজেই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রোণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাথে যোগাযোগ করেন। জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এপ্রিলের ১ তারিখ তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে, তাকে কীভাবে দাফন করা হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. আলিমুজ্জামান।