করোনা ভাইরাসের প্রভাব: কলাপাড়ায় কর্মহীন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৫এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা অর্ধশতাধীক পরিবারের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। রবিবার সকালে পৌর শহরের হাসপাতাল সড়ক এলাকায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি ওইসব কর্মহীন ও হতদরিদ্র হাতে চাল, ডাল, আলু, লবন, তেল, মাস্ক,সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য প্রত্যেকের হাতে তুলে দেন।

এসময় তার সহধর্মীনি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ওয়ার্ড আওয়ামীলী সভাপতি মো.জাহাঙ্গীর আলম, সাধারন সস্পাদক আমির হোসেন, পৌর ছাত্রলীগ সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিলনসহ ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল রানা’র উদ্যোগে এ খাদ্য সহায়তা দেয়া হয়। এসময় এমপি মহিব সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থাকার জন্য অনুরোধ জানান।

 

আপনার মতামত লিখুন :