খানসামা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা ত্রান তহবিলে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
মোঃ মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় প্রাণঘাতী করোনায় কর্মহীন ও শ্রমজীবি মানুষদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার দুপুর ১২ টায় খানসামা প্রেসক্লাব (পাকেরহাট) এর উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের হাতে আর্থিক সহায়তার খাম হস্তান্তর করেন খানসামা প্রেসক্লাব (পাকেরহাট) এর সভাপতি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন খানসামা প্রেসক্লাব (পাকেরহাট) এর সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ রায়, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নুরনবী ইসলাম, সাংগাঠনিক সম্পাদক শাহীন ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর নাহার তাজ, দপ্তর সম্পাদক তারিকুল চৌধুরী, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ফটোগ্রাফার লায়ন ইসলাম প্রমুখ।