নবীগঞ্জে নিজ আগনা মানব কল্যাণ সংস্থার উদ্যেগে জীবণুনাশক ঔষধ স্প্রে ও জনসচেতনা মূলক প্রচারণা

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০

ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ: বিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের নিজ আগনা গ্রামের তরুনদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন নিজ আগনা মানব কল্যাণ সংস্থার উদ্যেগে গ্রামে গ্রামে ,বাজারে,রাস্তায় জীবণুনাশক ঔষধ ছিটানো ও গনজমায়েত নাকরার জন্য সর্তকবানী প্রচার, লকডাউন মেনে চলা,বার বার সাবান দিয়ে হাত ধোয়া,সচেতনবানী লিপলেট বিতরণ, সহ দিনবর মানুষের মধ্যে প্রচার করে।

মহামারীর করোনাভাইরাস থেকে সুরক্ষা থাকার জন্য নিজ আগনা গ্রামের একদল তরুনদের নিজ অর্থায়ানে ফান্ড গঠন করে মানুষকে সচেতন করে। উক্ত সংগঠনের সদস্যদের সাথে আলাপকালে জানা যায়,তারা প্রতি দিন মানুষকে নামাজে জন্য আহবান সহ সচেনত থাকার জন্য যা যা করনীয় তা নিজে পালন করছে এবং অন্যদেরকে ও উৎসাহিত কওে আসছে এবং তাদের কার্যক্রম চলমান থাকবে।

 

আপনার মতামত লিখুন :