সাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সালমান খান, (ভিডিও)
প্রকাশিত : ১ ফেব্রুয়ারি ২০২০
সাই মঞ্জরেকরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সালমান খান৷ কখনও মন্দিরে গিয়ে দুজনে একসঙ্গে প্রার্থনা করছেন, আবার কখনও ধানের ক্ষেতে গিয়ে সাইয়ের ছবি আঁকছেন সালমান৷ বলিউড ভাইজানের সঙ্গে সম্প্রতি এভাবেই নিজের সম্পর্কের বাঁধনে বাঁধা পড়লেন সাই মঞ্জরেকর৷ কি অবাক হয়ে যাচ্ছেন শুনে! ভাবছেন, মহেশ মঞ্জরেকরের মেয়ের সঙ্গে কীভাবে সম্পর্কে জড়ালেন সালমান৷
হ্যাঁ ঠিক ই ধরেছেন, দাবাং থ্রি-র কথাই বলা হচ্ছে৷ পরিচালক প্রভু দেবার এই সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর৷ এই সিনেমায় সালমান খানের প্রথম জীবনের প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন সাই৷ দাবাং থ্রি-তে সালমান খান এবং সাই মঞ্জরেকরের সঙ্গে সোনাক্ষী সিনহা এবং কিচা সুদীপও রয়েছেন৷ সালমানের অনস্ক্রিনের স্ত্রী রাজ্জোর ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে৷ অন্যদিকে কিচা সুদীপকে অভিনয় করতে দেখা যাবে ভিলেনের চরিত্রে৷