রাঙ্গাবালীতে দোকাল খোলা রাখায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি: সরকারি নির্দেশনা অমান্য করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দোকান খোলা রাখার দায়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাশফাকুর রহমান এ জরিমানা করেন।
ইউএনও মো. মাশফাকুর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া উপজেলার অন্যান্য দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়। কিন্তু সরকারি সেই নির্দেশ অমান্য করায় শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খালগোড়া বাজারের দুইজন, পুলঘাট বাজারের একজন, আমলিবাড়িয়ার একজন ও বাহেরচর বাজারের তিনজন সর্বমোট সাত দোকানিকে জরিমানা করা হয়।
বাহেরচর বাজারে তিনজন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।