রাঙ্গাবালীতে কর্মহীন দুস্থদের ত্রাণ দিল নয়াভাংগুনী কল্যাণ ট্রাস্ট

প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ পরিবারে মাঝে ত্রাণ দিয়েছেন নয়াভাংগুনী কল্যাণ ট্রাস্ট। শনিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনী গ্রামের ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব ও তার সহধর্মিনী কলপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতিমা আক্তার রেখা। ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ লিটার সোয়াবিন তেল দেয়া হয়।

এসময় নয়াভাংগুনী কল্যাণ ট্রাস্টের সভাপতি ও উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক রওশান মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানা ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মো. জোবায়ের হোসেন।

এছাড়াও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল ও ছাত্রলীগ নেতা বাবু তালুকদার উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :