মাদারীপুরে সশস্ত্র বাহিনীর ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা
প্রকাশিত : ৩ এপ্রিল ২০২০
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আবু জাহের এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধায় ভুরঘাটা বাজারে ভ্রাম্যমান আদাল পরিচালনা করা হয়। সন্ধার পড় দোকান খোলা রাখার দায়ে এক মৎস আড়ৎতের কর্মচারীকে ১হাজার টাকা ও কারন ছাড়া ৩জন জন একত্রিত হয়ে গল্প করার দায়ে প্রত্যেককে ২শ’টাকা করে ৬শত টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
পড়ক্ষনে হেন্ড মাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য জনসচেতনতা,সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, গণজমায়েত এড়িয়ে চলা ও নিজ নিজ বাড়ীতে অবস্থান করার পরামর্শ প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আবু জাহের বলেন,আমরা চার জনকে জরিমানা করেছি,এবং সকল বাজারে বাজারে জাবো, মানুষকে ঘড়ে ফেড়াতে প্রয়োজন হলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।