গলাচিপায় বেদীনিদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত : ৩ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি বাইদানী বহরের ত্রাণ বিতরণ করেন। বৃহস্পতিবার বেলা ৪টার দিকে গোলখালী ইউনিয়নের বালুর মাঠে এ ত্রাণ বিতরণ করা হয় গোলখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনির মেম্বারের অর্থায়নে।
এ সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, শ্রমিক লীগের গোলখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জয়নাল প্যাদা এবং উপজেলা মৎস্যজীবী লীগের কোষাধ্যক্ষ মো. নুর হোসেন প্যাদা, সাংবাদিক মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক প্রমুখ।