রাঙ্গাবালীতে কর্মহীন পরিবারের মাঝে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

প্রকাশিত : ২ এপ্রিল ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনার প্রাদুর্ভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খেটে খাওয়া কর্মহীন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রাণসামগ্রী দেওয়া হয়।

এ সময় প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার সয়ারিন তেল, এক কেজি লবণ, এক কেজি চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মানিক সরকার।

কন্টিনজেন্ট কমান্ডার মো. মানিক সরকার বলেন, করোনার প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই দায়িত্ববোধ থেকেই সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :