রাঙ্গাবালীতে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে আওয়ামী যুবলীগের মাইকিং
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর এ মাইকিং জনসমাগম এড়াতে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ন তালুকদার বলেন, সাবান দিয়ে বারবার হাত ধুব, করোনা ভাইরাস থেকে মুক্তি পাব। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিলন খলিফা বলেন, জেলা যুবলীগের নির্দেশে আমরা উপজেলা যুবলীগ মানুষকে সচেতন করতে মাইকিং প্রচার করি।
দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবেও নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। মূলত মানুষকে সচেতন করতে আমাদের এ মাইকিং প্রচার।