কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০২ এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় তান্হা নামে ১৮ মাস বয়সের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশুটি মো.শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে।
বাড়ীর সবার অগোচরে নিজেদের পুকুর পাড়ে পড়ে যায়। তার মা দীর্ঘ সময় তাকে না দেখে পেয়ে ভাসমান আবস্থয় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।