রাঙ্গাবালীতে অসহায় পরিবারের মাঝে এমপির ত্রাণসামগ্রী বিতরন
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
মেহেদী হাসান(রাঙ্গাবালী)প্রতিনিধি: করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুস্থ-অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পোঁছে দিয়েছেন পটুয়াখালী ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো.মহিব্বুর রহমান মহিব ও তার সহধর্মিণী ফাতেমা আক্তার রেখা। বৃহস্পতিবার দুপুরে ৫ শতাধিক দুস্থ-অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতারন করা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুজ্জান মামুন খাঁন, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, আল শাহিয়ার বিন সাঈদ প্রমুখ।