আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে করোনার প্রভাবে জিবীকার পথ বন্ধ হয়ে যাওয়া অসহায়-অভাবীদের জন্য নগদ অর্থ বিতরণ
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
মুহাম্মদ আবদুল কাহহার, হাজারীবাগ (ঢাকা): ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে জিবীকার পথ বন্ধ হয়ে যাওয়া অসহায়-অভাবীদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করছেন আসসুন্নাহ ফাউন্ডেশন। গতকাল বুধবার দিনব্যাপী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ মহানগরীর বাছাইকৃত ২৫ জন খতীব, ইমাম ও ইসলামী স্কলারদের সহযোগিতায় ১০০০ পরিবারকে এক হাজার পাঁচশত টাকা করে মোট ১৫ লক্ষ নগদ টাকা বিতরণ করেন।
বিশেষকরে হাজারীবাগ, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মিরপুর, টঙ্গি, গাজীপুর এলাকার সিএনজি চালক, ট্যাক্সিচালক, দিন মজুর, গৃহকর্মী, রংমিস্ত্রী, চা দোকানদার, লেবার, মাজুর, ভ্যান চালক, সবজি বিক্রেতা, নির্মাণ শ্রমিক, বিধবা, ইট ভাটার শ্রমিক, গার্ড, পান বিক্রেতা, পিঠার দোকান, হকার, গাড়ীর হেল্পার ইত্যাদি শ্রেণি পেশার মানুষের কাছে অর্থ সহায়তা পৌঁছে দিয়েছেন। শায়খ আহমাদুল্লাহ এ সময়ে বলেন, যদিও প্রয়োজনের তুলনায় আসসুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা অপ্রতুল। সে কারণে তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গকে অভাবী মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
একই সাথে তিনি জানান আগামী সপ্তাহে নতুন করে আরও ১০০০ পরিবারকে খাদ্যসামগ্রী (২৫ কেজি চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ ইত্যাদি) বিতরণ করা হবে ইংশাআল্লাহ। পর্যায়ক্রমে তাওফিক হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম অব্যাহত রাখবেন। আসসুন্নাহ ফাউন্ডেশনকে যারা অর্থ, শ্রম ও মেধা শক্তি দিয়ে যারা সহযোগিতা করছেন সবাইকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন।
উল্লেখ্য যে, এ খাতে যাকাতের অর্থ প্রদান করা যাবে।
দেশ-বিদেশ থেকে যে কোন পেমেন্ট মেথড থেকে শরীক হতে নিচের লিংকে ক্লিক করে দান করতে পারবেন।
https://donation.assunnahfoundation.org
এছাড়াও সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন।
বিকাশ:
01551555400 (মার্চেন্ট)
(পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে)
01756400541(পারসোনাল)
নগদ:
01756400542 (নগদ) এজেন্ট থেকে প্রেরণের জন্য।
রকেট:
01551555400
ব্যাংক একাউন্ট:
ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ
যোগাযোগ: * সংবাদ দাতা- মুহাম্মদ আবদুল কাহহার, কলামিস্ট- ০১৭১২১০৪৫৮৫
01756400542/01551555400 হাজারীবাগ, ঢাকা
E-mail: assunnahfoundationbd@gmail.com