কলাপাড়ায় জীবানুনাশক স্প্রে করেছে সেনাবাহিনীর সদস্যরা
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন সড়কে সেনাবাহিনীর সদস্যরা জীবানুনাশক স্প্রে করেছেন। বুধবার দুপুরে মেজর আতাউর এর নেতৃত্বে পৌর শহরে সড়কে এ স্প্রে করা হয়। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখতে পৌর শহরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেন।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে সচেতন মুলক পোষ্টার সাটান তারা এবং স্থানীয় ব্যবসায়িদেরকে সর্তকতা মূলক পরামর্শ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সাথে সৌজন্য স্বাক্ষাত করেন সোনাবাহিনীর এই সদস্যরা।