রাঙ্গাবালীতে ১ হাজার দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ২ এপ্রিল ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউএনও মো. মাশফাকুর রহমান ও ওসি মো.আলী আহম্মেদ।

এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খাঁন। স্থানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলায় এই প্রথম গাড়ি নিয়ে ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এর আগে কখনো এত স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ হয়নি। ইউএনও এবং ওসি এভাবে নিজ হাতে ত্রাণ বিতরণ করায় গরিব ও খেটে খাওয়া মানুষ সুবিধা পেয়েছে। এটা রাঙ্গাবালীর মানুষের কাছে স্বরণীয় হয়ে থাকবে বলে হত দরিদ্ররা জানান।

 

আপনার মতামত লিখুন :