প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না : কারিনা কাপুর
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনা কাপুর লেখেন, ‘গোটা বিশ্ব জুড়ে এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি’র মতো সংস্থায় অনুদান দিন। যাতে করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় গোটা পৃথিবীকে।’
সাইফ এবং তিনি একযোগে ইউনিসেফ, গিভ ইন্ডিয়া ও আইএএইচভি-তে অনুদান দিয়ে গোটা বিশ্বকে করোনা মুক্ত করতে আহ্বান জানান। কারিনার ওই ইনস্টাগ্রাম পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর শোরগোল। সাইফ-করিনা কেন অনুদানের বিষয় নিয়ে ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম উল্লেখ করলেও এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের কথা! প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে কেন ভারতকে সাহায্য করছেন না, এমন প্রশ্নও করতে শুরু করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, ইউনিসেফ, গিভ ইন্ডিয়ার মতো সংস্থায় অনুদানের কথা বলে সস্তায় প্রচার পেতে চাইছেন সাইফ ও কারিনা।
কারিনা বলেন, ‘এটি বৈশ্বিক একটি সমস্যা। দেশের ও দেশের বাইরেকে আলাদা না ভেবে এক হয়ে সবাই এগিয়ে আসুন। আর প্রধানমন্ত্রীর তহবিলে না দিলে কী সাহায্য হবে না! বিষয়টি কী এমন! আমার যতটুকু সম্ভব আমি করছি। সেটি কিভাবে করতে হবে সেটি আমি জানি। তাই এই সময়ে সমালোচনা না করে সবাই এক হন।