করোনা আতঙ্ক তুলে লুটপাট করছে এমপি-আমলারা: মোমিন মেহেদী
প্রকাশিত : ১ এপ্রিল ২০২০
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যখন করোনা আতঙ্ক তুলে লুটপাট করছে অধিকাংশ মন্ত্রী-এমপি-আমলারা। তখন নতুনধারা করোনাক্রান্ত দেশে বঞ্চিতদের পাশে আছে, থাকবেই ইনশাল্লাহ। বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপি-কমিউনিস্ট-ওয়ার্কার্স পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলই এখন জনগনের রাজনীতি করে না, ক্ষমতায় আঁকড়ে থাকতে তারা রাজনীতিকে কৌশলে লোভের রাস্তায় নিয়ে গেছে।
ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারার রাজনীতি ধর্ম-মানবতা-সভ্যতা-সমাজ-স্বাধীনতার জন্য নিবেদিত থেকে কাজ করছে। ৩১ মার্চ বিকেল ৫ টায় শান্তিনগর, মৌচাক সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূলদেরকে খাবার-হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার রাশিদুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।