স্বাস্থ্যকর্মীদের মাঝে বিশেষ নিরপত্তা পোষাক বিতরন করেছে এমপি মহিব
প্রকাশিত : ৩১ মার্চ ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,৩১মার্চ।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের মাঝে নিরপত্তা উপকরন (পিপিই) বিতরন করছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদারের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এসময় তার সহধর্মীনি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার উপস্থিত ছিলেন।
এমপি তার নিজ তহবিল থেকে করোন ভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের জন্য এক’শ পিচ বিশেষ নিরপত্তা পোষাক ও একশ পিচ ফেইস মাক্স প্রদান করা হয় বলে জানা গেছে। এর আগে তিনি খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবি শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।