গলাচিপায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় উপজেলা গোলখালী ইউনিয়নের হরিদেপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১০টায় প্রধাণ শিক্ষক বিপ্লব চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু.নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু.হাবিবুর রহমান হাদী, পটুয়াখালী সরকারী কলেজ সহকারী অধ্যাপক মু. জাকির হোসাইন।

 

স্থানীয় সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকরা সহ এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে দেশের সম্মান বজায় রাখার স্বার্থে ক্রীড়া ও সাংস্কৃতিকে অধিক গুরুত্ব প্রদান করেছে। অপরদিকে সুহড়ী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু.নাসির উদ্দিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মু.হালীম হাওলাদার, ইউপি সদস্য মনির হোসেন হাওলাদার, সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা, সভাপতিত্ব করেন সুহড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মু. রাজা মিয়া প্রমূখ।

আপনার মতামত লিখুন :