নারী ও শিশু পাচার প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে র‌্যালী ও মানববন্ধন

প্রকাশিত : ৬ মার্চ ২০২৫

কমলাপুর রেলস্টেশনে পথশিশুদের অংশগ্রহণে শিশু পাচার প্রতিরোধের জন্য মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে লিডো। প্রকল্পের অংশ হিসেবে ব্যতিক্রমী এ মানববন্ধনের আয়োজন করে তারা।

৬ মার্চ ২০২৫ কমলাপুর রেলস্টেশনে শিশু পাচার প্রতিরোধে জন্য মানববন্ধন করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- লিডো।

এ সময় ‘শিশু পাচার রোধে, রুখে দাঁড়াব একসাথে’; ‘আইনের হাতে দিব তুলে, শিশু পাচার যারা করে’; ‘আমরা কারও দেয়া কিছু খাব না, আমরা পাচার হব না’; ‘পাচার রোধে এক হই’ স্লোগানে মুখরিত হয়ে উঠে কমলাপুর রেলস্টেশন এলাকা।

‘শিশু পাচার বন্ধ করি, সুন্দর একটি বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে লিডো বাংলাদেশ শিশু পাচার প্রতিরোধে ‘
কর্মসূচি টি পালন করে।

এর মাধ্যমে পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। প্রকল্পের অংশ হিসেবে ব্যতিক্রমী এই মানববন্ধনের আয়োজন করে লিডো।

মানববন্ধনে শিশু পাচার কী এবং কীভাবে হয়, শিশু পাচারের ভয়াবহতা, পাচারকারীদের কীভাবে শনাক্ত করতে পারি এবং পাচারকারীদের থেকে সাবধান থাকার উপায়সহ রেলপথে কর্মরত বিভিন্ন লোকজন যেমন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রেল পরিবহনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী, যাত্রী, স্থানীয় লোকজন এবং শিশুদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লিডোর সমাজকর্মী স্থীনায় প্রশাসন, লোকাল কমিউনিটি , বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

আরও উপস্থিত ছিলেন আয়োজনের সমন্বয়ক

লিডোর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ভলেন্টিয়ার হেড
জিসান রেহমান। স্কুল আন্ডার দ্যা স্কাই শাখার সোশ্যাল মোবিলাইজার মোঃ মাসুদ মাহাতাব সহ স্কুল আন্ডার দ্যা স্কাই টিমের সদস্যরা।

আপনার মতামত লিখুন :