কলাপাড়ায় এক টাকায় ইফতার
প্রকাশিত : ৪ মার্চ ২০২৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রি হচ্ছে এক টাকায় ইফতার। আইটেম হিসেবে রয়েছে খেজুর, বুড, মুড়ি, পিয়াজু, চপ, বেগুনী ও জিলাপী। আর নামমাত্র দামে ইফতার কিনতে পেরে খুশি রোজাদার দরিদ্র ও নিন্ম আয়ের মানুষ। আমরা কলাপাড়াবাসীর নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এমন ব্যতিক্রমি আয়োজন করে। এতে যুক্ত রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়–য়া শিক্ষার্থী। তাদের জমানো টাকা দিয়ে রমজানে প্রথম দিন থেকে ১ টাকায় ইফতার বিক্রির বাজার চালু করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এদিকে ১ টাকার ইফতার বাজারে ইফতার ক্রয় করতে ৫ টার পরই সমাগম হতে থাকে বিভিন্ন শ্রেণির মানুষ। যারা অধিকাংশই নিন্মআয়ের। রিকশা,অটোরিকশাচালক থেকে ভিক্ষুক, প্রতিবন্ধী ও এতিমদের কাছে ১ টাকা মূল্যে এ ইফতার বিক্রি করা হয়। আবার যাদের কাছে টাকা নেই তাদের দেওয়া হয় এ ইফতার। রবিবার বিকালে পৌর শহরের নতুন বাজার এলাকায় এর কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম। তিনি এ ধরনের মানবসেবামূলক কর্মকান্ডে সবার এগিয়ে আসা উচিত।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, রমজান জুড়ে ছয় হাজার দরিদ্র মানুষের কাছে তারা এভাবে ইফতার বিক্রি করবেন।