কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডা:জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। শনিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সর্বস্তরের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে তারা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগঠনিক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, ভুক্তভোগী খোকন হাওলাদার প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা: জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান।