কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ জানুয়ারি।। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে ক্লাব চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে পৌর শহরে একটি শোভাযাত্রা বের হয়। এতে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন স্তরের মনুষ অংশগ্রহন করেন। পরে শহীদ শেখ কামাল মিলনায়তনে রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এস,কে রঞ্জন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার আহম্মদ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড় প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.আবু সাঈদ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.কবির তালুকদার প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে রিপোর্টার্স ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উযাপন করা হয়। সন্ধ্যায় শেখ কামাল মিলনায়তনে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।