গলাচিপার ইউএনও কর্মহীন মানুষের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী

প্রকাশিত : ৩১ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া গলাচিপার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে দিনমজুর ও অসহায় মানুষদের উপার্জন। ফলে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আর এর মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু কর্মহীন মানুষদের বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম।

প্রতি পরিবারকে আট কেজি চাল, চার কেজি আলু, এক কেজি ডাল, সয়াবিন তেল ও হাত ধোয়ার সাবানসহ একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৫০০ পরিবারের মধ্যে এসব খাবার বিতরণ করা হচ্ছে। কর্মহীন মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন শাহ ও উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন। করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে চালসহ এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষেরা।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই করোনা থেকে সুরক্ষায় লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :