শরীয়তপুরের গোসাইরহাটে জাটকা বিক্রির অপরাধে তিন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড
প্রকাশিত : ৩০ মার্চ ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি: জাটকা ইলিশ ধরা বা বিক্রি দন্ডনীয় অপরাধ।নিষেধাজ্ঞা অমান্য করে গোসাইরহাটে জাটকা বিক্রয় করার সময় তিন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান পরিচালনা করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হুসাইন।
গোসাইরহাট থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানার এসআই এনামুল হকের নেতৃত্বে গোসাইরহাট উপজেলার মহিষকান্দি খালের পাশে ইলিশের জাটকা বিক্রয়ের কথা জানতে পেরে এই অভিযান পরিচালনা কারা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের সহোদর কুলচুরিপাতারচর গ্রামের ইউনুছ মোল্যার ছেলে আবদুর রশিদ (৪৫), মো. সাগর (৩০) এবং চরমাইজারি গ্রামের ফজলুল হক মুতাইতের ছেলে মো. পবন আলী (৪৫)।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৩জন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। গোসাইরহাট মো. আলমগীর হুসাইন বলেন, উদ্ধারকৃত জাটকামাছগুলো দুঃস্থ ও গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়েছে।