পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রকাশিত : ২ জুলাই ২০২৪

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সাত দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের বৃহত্তম পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১। বিষয়টি নিশ্চিত করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

সেমবার শেষ বিকালে এ ইউনিটটি চালু করা হয়। এ কেন্দ্রটি থেকে এখন পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ২৪ জুন বিকাল চারটার দিকে রক্ষনাবেক্ষনের জন্য দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে তীব্র লোড সেডিংয়ের কবলে পড়ে দক্ষিনাঞ্চল। তবে এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় লোড সেডিং অনেকটা কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো সাংবাদিকদের জানান, ২৪ জুন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। যে কারণে এত দিন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ ছিল।

একটা নির্দিষ্ট সময় পরপর রক্ষণাবেক্ষণ কাজ করতে হয়। রক্ষণাবেক্ষণ শেষে ৪ জুলাই প্রথম ইউনিট চালু করার কথা ছিল। কিন্তু আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে সোমবার বিকালে সাড়ে চার টার দিকে ইউনিট-১ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়।

 

আপনার মতামত লিখুন :