কালকিনি পৌর এলাকার ৬শত বন্ধ চা দোকানদারদের মাঝে এস এম হানিফের ত্রান বিতরন

প্রকাশিত : ২৯ মার্চ ২০২০

মাদারীপুর প্রতিনিধি: কালকিনি পৌর এলাকায়,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,হাতধোয়ার ব্যাসিন স্থাপন,শুকনা খাদ্য বিতরনের পর এবার ৫কেজি চাউল,১কেজি মুশুরির ডাউল,১লিটার সয়াবিন তৈলের প্যাকেট করে প্রদান করেন। আজ রবিবার সকাল থেকে পৌর এলাকার বিভিন্ন ওর্য়াডে গাড়িতে করে ঘুড়ে ঘুড়ে এসব সামগ্রি বিতরন করা হয়। কালকিনি থানা অ’লীগের সাবেক সদস্য,বিশিষ্ট শিল্পপতি পরিচ্ছন্ন রাজনিতিবিদ এসএম হানিফের অর্থায়নে এ ত্রান বিতরন হচ্ছে।

এ ত্রান বিতরন করছেন ১শর মত শেচ্ছাশ্রম প্রদানকারী ছাত্রলীগ,যুবলীগ সহ আওয়ামিলীগের নেতা কর্মিরা। এ কাজে নেতৃত্ব প্রদান করছেন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সাহিদ সরদার লিখন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব আহম্মেদ বাজিব হাওলাদার ।এস এম হানিফ যানান, আমি ১৯ বছর আগে থেকে মানুষের পাশে আছি ,সব সময় মানুষকে আমার সাধ্য মত সহায়তা করে আসছি। আর এখনতো করোনা ভাইরাসেরর কারনে আমাদের দেশের সকল মানুষকে ঘড়ে থাকতে বলা হয়েছে।

এবং সকল চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।এতে করে চায়ের দোকানদাররা অনেক বেশি বিপদের সম্মুখিন হতে হয়েছে তাই আমি লিষ্ট করে তাদের মাঝে এ ত্রান বিতরন করছি এবং পৌর এলাকার ৩হাজার মানুষের মাঝে চাউল,ডাল,তৈল,আলু,লবন,আটা খাবার সেলাইন প্যাকেট করে বিতরন করবো ইনশাহ আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

আপনার মতামত লিখুন :