গুলশান ১ নম্বরে ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার সিলগালা: ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩

অতিঝুঁকিপূর্ণ ভবন বিবেচনায় রাজধানীর গুলশান ১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এর প্রতিবাদে দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিকালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ব্যবসায়ীদের সড়ক অবরোধের কারণে গুলশান ও বনানীসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় যানজটের। সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ রাখেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়। পরে প্রায় পৌনে ৪টা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এরপর ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে যানবাহন চলাচল।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক, সড়কে যানবাহন চলছে। ব্যবসায়ীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে তুলে দিছি।’

মার্কেট সিলগালা থাকবে কি না এমন প্রশ্নে ডিসি বলেন, ‘এটা আমরা জানি না। সিটি করপোরেশন বিষয়টি দেখছে।’

এর আগে রাজধানীতে কয়েকটি আগুনের ঘটনায় রাজধানীর দুই সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার উদ্যোগ নেয়। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন আটটি মার্কেটকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে। এর মধ্যে গুলশান ১ নম্বরে এই মার্কেটটিও রয়েছে।

এদিকে মার্কেটটি সিলগালা করা হলে ব্যবসায়ীরা দাবি করেন, তাদেরকে কোনো সময় না দিয়েই মার্কেটটি সিলগালা করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দাবি ভিন্ন। তিনি বলেন, অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে। কিন্তু সিলগালার আগে যথেষ্ট সময় পেয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা।

ঝুঁকিপূর্ণ আটটি মার্কেট

গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচা বাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ানবাজার ১ নম্বর মার্কেট, কারওয়ানবাজার ২ নম্বর মার্কেট, কারওয়ানবাজার অস্থায়ী কাঁচা মার্কেট (কিচেন মার্কেট), কারওয়ান বাজার কাঁচামালের আড়ৎ মার্কেট ভবন ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :