গলাচিপায় সেলুন সমিতির মাঝে চাল, ডাল বিতরণ
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সেলুন সমিতির ৪৫ সদস্যের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা চত্বরে এ পন্য বিতরণ করেন। সেলুন মালিক সমবায় সমিতির সভাপতি দীলিপ কুমার শীল বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ১ কেজি ডাল দেওয়া হয়েছে। গলাচিপা বণিক সমিতির যুগ্ম আহবাহক তাপস দত্ত বলেন, আসলেই এরা অসহায়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন বলেন, সেলুন মালিক সমবায় সমিতির ৪৫ সদস্যকে তালিকা করে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, গলাচিপায় সেলুন সমিতির ৪৫ সদস্যের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। এ সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় হত দরিদ্র কর্মক্ষম পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের মাধ্যমে চাল, ডাল বিতরন করা হয়েছে।