গলাচিপায় করোনা সচেতনতায় র‌্যাবের বিশেষ টহল

প্রকাশিত : ২৯ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা সচেতনতায় গলাচিপায় মাঠ পর্যায়ে বিশেষ টহল পরিচালনা করে র‌্যাব -৮ সদস্যরা। রবিবার (২৯শে) মার্চ বেলা ১২ টার দিকে উপজেলার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় মাইকিং করে এবং জনসাধারন কে নিজ নিজ বাড়িতে থাকার অবস্থান জানান। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার জন্য ও অনুরোধ জানান তারা।

র‌্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, প্রয়োজন ছাড়া কেউ বাহিরে নামবেন না, সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন, একসাথে বেশি মানুষ চলাচল করা যাবে না, প্রতিনিয়ত সাবান দিয়ে হাত পরিস্কার করুন এবং বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। তিনি আরো বলেন, এটা একটা যুদ্ধ আর এই যুদ্ধে আমাদের জয়ী হতে হলে যার যার নিজ থেকে সচেতন হতে হবে। র‌্যাবের এই বিশেষ টহল অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

আপনার মতামত লিখুন :