ফুটপাতে চা বিক্রেতাদের পরিবারের মাঝে চাল-ডাল-আটা বিতরণ
প্রকাশিত : ২৯ মার্চ ২০২০
চাঁপাইনবাবগঞ্জে ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় সদর মডেল থানায় অসহায়, গরীব ও নিম্নবিত্ত খেঁটে খাওয়া মানুষ ও ফুটপাতে চা বিক্রেতাদের ২০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছেন অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম। করোনা ভাইরাসের কারণে সারাদেশে হাট, বাজার বন্ধ রয়েছে। কার্যত সবকিছুই এখন কারফিউ এর মত অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে এ মহামারি থেকে বাঁচতে নিজনিজ গৃহে থাকার নির্দেশ দিয়েছেন।
যার দরুণ অসহায়, গরীব ও নিম্নবিত্ত খেঁটে খাওয়া মানুষের জীবন যাপন অবরুদ্ধ হয়ে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে জেলা পুলিশ কঠিন এ সময়ে অসহায়দের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক সহায়তায় ২০০ টি পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মশুরের ভাল, ১ কেজি পেঁয়াজ এবং সয়াবিন তেল সম্বলিত একটি প্যাকেট তুলে দেন ওসি জিয়াউর রহমান পিপিএম।