ঝিনাইদহে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মাঝে পুলিশের সাবান ও মাস্ক বিতরণ

প্রকাশিত : ২৭ মার্চ ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে এ সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এসময় মাইকিং করে মানুষকে ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়।

বিকেলে সদর উপজেলার বড়াতলা, নারিকেলবাড়ীয়া বাজার, কুশাবাড়িয়া, হাটগোপালপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে সাবান ও মাস্ক তুলে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এসময় করোনার সংক্রমন এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক, কোলাকুলি বন্ধ রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়।

 

আপনার মতামত লিখুন :