গলাচিপায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত : ২৬ মার্চ ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল আট টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুস্প অর্পণ, সাড়ে আট টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়াম্যান মো. শাহিন শাহ, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ, গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :