রাজধানীর পান্থপথের আবাসিক হোটেলে মিলল নারী চিকিৎসকের লাশ
প্রকাশিত : ১১ আগস্ট ২০২২
রাজধানীর পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামের সদ্য এমবিবিএস পাস করা এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জান্নাতুল নাঈম ও রেজাউল নামের এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে পান্থপথের ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্টের ৩০৫ নম্বর কক্ষে ওঠেন। পরে রাতে হোটেলের ওই কক্ষ থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতুলে শরীরে আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, স্বামী পরিচয় দেয়া রেজাউল নামের সেই ব্যক্তি পলাতক। নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন।