জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীর বিক্ষোভ
প্রকাশিত : ৮ আগস্ট ২০২২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সর্বত্র গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে একদল শিক্ষার্থী ও অভিভাবক।
সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এই কর্মসূচি পালিত হয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাত কলেজ আন্দোলন, হাফ পাস আন্দোলনের সদস্যরা এই কর্মসূচির আয়োজন করে। এসময় তারা জ্বালানি তেলের মূল্য হ্রাসকরণে তিন দফা দাবী জানায়।
দাবিগুলো হলো:
১. ৪৮ ঘন্টার মধ্যে বৃদ্ধিকৃত জ্বালানি তেলের দাম কমানো।
২. এক পয়সাও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি না করা।
৩. গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ্যতা বন্ধ করতে হবে, সাথে সাথে সকল শিক্ষার্থীর হার পাস নিশ্চিত করা।
আন্দোলনকারীরা বলেন, গত ৭ আগস্ট রাতে ১২ টা থেকে হঠাৎ আকস্মিক জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়। যার ফলে গণপরিবহনের ভাড়াও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যা বহন করা সাধারণের পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের পক্ষে এটি আরো বেশি অসম্ভব। এই তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।
কর্মসূচিতে অনুষ্ঠানের সভাপতি, ও সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ১১ টায়। কিন্তু তখন আমাদেরকে বড় মাইক আনতে দেয়া হয়নি। বলা হয়েছে এখানে আমাদের অবস্থান করতে দেয়া হবে না। আমাদের অনেকেই আসতে পারেনি। সরকার সাধারণ শিক্ষার্থীদের কেন ভয় পায়? ছাত্র ও যুবদের যৌক্তিক সভা-সমাবেশ করতে না দেয়া হলে তারা জঙ্গিবাদসহ নানা অপরাধেক দিকে ধেয়ে পড়বে।’
তিনি আরো বলেন, ‘একেবারে হঠাৎ করেই তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এটি পূর্বপরিকল্পিত ছিল না। ১০টায় ঘোষণা দিয়ে ১২ টায় কার্যকর করা জনগণের সাথে প্রহসন ছাড়া আর কিছুই না। তেলের দাম বাড়ার সাথে সাথে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। যেগুলোর সাথে তেলের কোনো সম্পর্ক নেই সেগুলোরও দাম বেড়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের জীবন-যাপন স্বাভাবিক করার লক্ষ্যে দাঁড়িয়েছি। আজকে এই দামবৃদ্ধি পরিবহন সমিতি ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষ তৈরী করে দিচ্ছে। অবিলম্বে এসবের সমাধান করা চাই।’
কর্মসূচি শেষে তারা বামজোটের ডাকা মিছিলে যোগদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের উদ্দেশে মিছিল নিয়ে রওনা করে। এসময় আন্দোলনরতরা, ‘তেলের দাম কমিয়ে দাও, কমাতে হবে কমাতে হবে, তেলের দাম বাড়িয়ে দিয়ে আমলা পোষা বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেন।