নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ নারী আটক
প্রকাশিত : ৭ আগস্ট ২০২২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। রবিবার (৭ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানায় র্যাব-১০। আটককৃত নারী হলেন- মোছা. সাহেদা খাতুন (৫০)।
র্যাব জানায়, আটক সাহেদা খাতুন অভিনব কায়দায় চিপসের ও চায়ের পাতার প্যাকেটে করে হেরোইন নিয়ে নারায়ণগঞ্জসহ এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এর আগে (৪ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।